জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির






ইসলামী শিক্ষাকে জাতীয় শিক্ষানীতি হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আব্দুল মালেক ভাই সন্ত্রাসীদের হাতে ১৯৬৯ সালের ১২ আগষ্ট আহত হয়ে ১৫ আগষ্ট শাহাদাত বরণ করেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতি বছরের ন্যায় এবারও ১১-১৭ আগষ্ট জাতীয় শিক্ষা সপ্তাহ ও ১৫ আগস্ট ইসলামী শিক্ষাদিবস পালন করে আসছে। শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে নিম্নোক্ত কর্মসূচী নির্ধারন করা হয়েছে।

কর্মসূচী :-
১. কুরআন খানি ও দোয়া
২. আলোচনা সভা
৩. শিক্ষা উপকরণ বিতরণ
৪. রচনা প্রতিযোগিতা (ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রয়োজনীয়তা, ইসলামী শিক্ষার রুপরেখা)
৫. কুইজ প্রতিযোগিতা
৬. বিতর্ক প্রতিযোগীতা
৭. দেয়ালিকা প্রকাশ
৮. শিক্ষা বৃত্তি প্রদান

মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে তাঁর দ্বীনের দায়িত্ব যথাযথভাবে পালন করার তাওফিক দিন। আমীন॥
- See more at: http://www.shibir.org.bd/event/detail/40#sthash.qVkVz2So.dpuf
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ Reviewed by Younus B A Noor on 5:02:00 PM Rating: 5
Powered by Blogger.